থাকিস না মা রাগকরে আর
     আমি যে তোর ছেলে
বড় হয়ে দুষ্টুমি সব,
      যাবো গো মা ভুলে।
রাগ করে আর থাকবে কত
      নে মা আমায় কোলে
কি যে শান্তি মিলে মাগো!
      তোমার আঁচল তলে।
দুঃখ মা তোর মুছে যাবে
      আমি বড় হলে,
সৎপথে মা করব রুজি
      হয়ে কৃষক জেলে।
মাগো তোমার ভাবনা কিসের
      আমি যে তোর ছেলে।
দোহাই তোমার মা গো আমায়,
      নেওনা এবার কোলে।



__________________________