হাতের লেখা খারাপ বলে
মার খেয়েছি কত,
আজকে সেসব আর চলে না,
পুরোনো সব যত।
সেদিন গেলাম সই করতে
মন্ত্রী দিলেন সই,
' র 'এর বদলে' ব 'লিখেছেন
পুটলি খানি কই।
স্যার ও দখি টেনেই লেখে
বোর্ডে কাকের ছা,
ছা টা লেখেন এমন করে
যেন বকের পা।
প্রেসক্রাইবের ওষুধ গুলো
যায়না কিছু পড়া
ওষুধের দোকান ঠিক বুঝে যায়
সর্দি নাকি ফোড়া।
মুদির দোকানের ফর্দ দেখে
হলাম নাজেহাল,
বাংলা নাকি উর্দু ভাষা,
চালকে পড়ি ডাল।
হাতের লেখা আর লাগেনা
টাইপ করা চিঠি,
কেবল টানি চিঠির তলায়
বাঁকা লাইন দুটি।।