আসবে তুমি কদিন পরে
দোলাই ভেসে ভেসে,
থাকবে তোমার সিংহ বাহন
চাপবে পিঠে বসে।
কিনব নতুন জামা কাপড়
পড়বো পুজোয় শাড়ি,
যাবো তোমায় দেখতে আমরা
মাসি পিসির বাড়ি।
ঢাক বাজাবে, শাক বাজবে
বাজবে পুজোর মাইক,
এখানে ওখানে বেড়াতে যাব
কিনব নতুন বাইক।
মেলায় যাব বাইকে চেপে
খাব আমি ফুচকা,
রঙ বে রঙের জামা কিনবো
ঘুরবো একা একা।।