বন্ধু চল ঘুরে আসি
ফেলে আসা সেই দিনে
উড়িয়ে দিয় ওই আকাশে
রঙিন ফানুস কিনে।
চু-কিতকিত, এক্কাদোক্কা
কিংবা লুকোচুরি
খেলতে যদি সঙ্গে নিয়ে
লাটাই সুতো ঘুড়ি।
পুতুল মেয়ের বিয়ে দেবো
তোর পুতুলের সাথে,
লুচি পাতার ভোজ খাওয়াবো
নেমন্তন্নের পাতে।
এক ছুটে চল মিশে যাই
ওই স্কুলের ছুটে দের দলে,
ওদের সঙ্গে ঝাঁপ দেবো আজ
নদীর জলের কোলে।
চল, নৌকো ভাসাই বৃষ্টির জলে,
খাতার পাতা ছিঁড়ে।
কান মোলা খায় অংক স্যারের,
সব ছেলেদের ভিড়ে।
কাঠি লজেন্স, বরফ গোলা
বনফুল,চিটাগুড়,
হজমি ওয়ালা হাঁক দেয় না
চলে গেছে বহুদূর।
বদলে গেছে সবকিছু
শুধু স্মৃতি গুলি আছে মনে
চল না বন্ধু একটিবার,
ফেলে আসা সেই দিনে।।