ক্যাম্পাসের প্রথম দিনটি
তুমি ছিলে বর্ষার শান্ত আকাশে-
ভেসেওঠা রংধনুর মত,
আমার হ্নদয়ের ক্যানভাসের শ্রেষ্ঠ কারুকার্য।
খোলা চুলগুলো উড়ছে বাতাসে
আমি নির্বাক, অপলক দৃষ্টিতে চেয়ে আছি।
একটা প্রকট শব্দে আতকে উঠতেই,
তোমার শূন্যতা চোখে পোড়ল।
অনেক খোজার পালা শেষে
যেন ক্যামেলিয়ার দেখা মিললো।
তুমি সুবাসে সুবাসিত করলে এ ভূবন।
তোমার নিঃসংকোচ দৃষ্টিতে উন্মাদ করেছ প্রতিনিয়তই।
হাতে হাত রেখে পার করেছ কতনা অলস দুপুর।
কতনা এলোমেলো স্বপ্ন তোমার,
কিছুই পারিনি সাজাতে।
আজও তেমনি আছে,অগোছালো।
অগোছালো স্বপ্নগুলো বাস্তবতার ছোয়া পেতে আজও পথচেয়ে, তোমারই অপেক্ষায়।