কবি নও তুমি সৌন্দর্য পিপাসু,
বিক্ষিপ্ত সৌন্দর্য করেছ একত্র, গেঁথেছ সুতায়, করেছ প্রকাশ তুমি প্রিয়!
তোমার এ সৌন্দর্য করছে ধারন মহাবিশ্ব, তোমাকে করছে অন্তরে লালন।
যে ঘুরছে দেশ দেশান্তর সৌন্দর্যের সন্ধানে,
মেলেনি সৌন্দর্য ফিরেছে অবশেষে তোমারই তরে।
তোমারই প্রকাশে বিশ্ব সৌন্দর্য পেয়েছি খুজে,পেয়েছি সোনার বাংলাদেশ।
সোনার দেশের শিলাইদহে এসে
পেয়েছি তোমায় রবীন্দ্রনাথ, পেয়েছি সৌন্দর্যের অবশেষ।