অজানা পৃথিবীতে অগণিত মানুষের ভীড়।
একলা আকাশে লক্ষ তারকার খেলা
একাকিত্ব ঘোচাতে ঘুরে চলেছি আমি অবিরত, লক্ষ একটি তাঁরা।

আঁকাশে আলো-আঁধারের লীলা খেলায়
নিজেকে দিয়েছি বিলিয়ে, চাতকের মত নীলিমায় মিলিয়ে।

সৃষ্টির লীলায় যাযাবর জীবন থমকে দাঁড়ায়,
রাতের মেঘলা আকাশে একটি তাঁরার লুকোচুরি খেলা যেন হ্নদয় দোলায়।
এ অবুঝ হ্নদয় যেন মেঘমালাকে তুচ্ছ গণ্য করে চিৎকার করে বলে চলেছে এ সৃষ্টির বুকে,

"একটাই তো তুমি" আমার!