আমার এই একাকিত্ব জীবনে কোনো নেশা ছিলো না,
ছিলো শুধু প্রকৃতির সাথে এক গভীর মমত্বের বাঁধন
কিন্তু আজ শুধুই নেশা নেশা আর নেশা।

নিকোটিনের ধোয়া কোনো আছর করেনি, উন্মাদ বা জ্ঞানশুণ্য মাতাল করেনি মদে।
কারন এর কোনোটাই যায়নি আমার শরীরে বা ফুসফুসে।

রমনীর চুলের উন্মাদ করা সুবাসে নেশা চড়েছে আমার।
এ সুবাস যেন মুহুর্তে প্রকৃতির নির্মল বাতাসকে-
সরিয়ে দখল করে নিলো আমার ফুসফুস।
আসক্ত করলো মুহুর্তে!  

এ নেশা আজ আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে আমায়।
এ ফুসফুস আজ নিয়মিত চায় সেই সুগন্ধি -
যে সুগন্ধির নেশায় আমার সমগ্র পৃথিবী রাঙ্গে।
আজ এ নেশাই আমার সব-
এ নেশাই আমার স্বপ্ন, আমার ভালোবাসা।

এ সমাজ যতোই নেশাকে খারাপ বলুক আমার চাই সে নেশা।
এ নেশায় আসক্ত আমি উন্মাদ
পাগল এক নেশাখোর!!!