কোন অপরাধে ঝরে যাচ্ছে নক্ষত্র,
চাদের গায়ে লেগেছে কলঙ্কের ছাপ-
পৃথিবীর দু প্রান্তে অবিরাম কেঁদে চলেছে
দুটি অবুঝ হ্নদয়।
স্বপ্নমাখা দুটি চোখের কি ভুল ছিল? কি ছিল অপরাধ?
তবে কি তাজ মহল ছিল মরিচিকা?
না মিথ্যা ছিল কৃষ্ণের মায়াবী বাঁশির সুর?
তবেকি পুরোটাই ছিল অপরাধ?
আজ চারিদিকে স্বপ্ন ভাঙ্গার শব্দ,
দুটি মনের আবেগি আকুতি,
স্বপ্ন পূরনের ব্যাকুল প্রত্যাশা, তবুও ব্যার্থ!
কোন অপরাধের দন্ড? নাকি কিছু মানুষের স্বার্থ রক্ষা?
কোন অপরাধে আজ নিরবে অশ্রুপাত,
নীল আকাশে আজ কালো মেঘের ঘনঘটা।
তবে কি ভুল ছিল ভালোবাসা?
নাকি ভালোবাসা অপরাধ?