আমি
হওয়ার দিক, থেকে থেকে বদলাছে
টিয়া পাখির মস্ত ঝাঁক, দিকভ্রান্ত
চিল ঘাপটি মেরে ছাদের এককোণে
গ্রীষ্মের দুপুরে, আসছে কালবৈশাখী
টিয়া
আমরা একটু উড়া উড়ি খেলছি
চিল উঁচু তে বসে নোংরা দেখছে নিচুতে
একটা লোক বারান্দায় দাঁড়িয়ে তো দাঁড়িয়ে
আমরা এখন ঝড়ের সাথে লড়ার অপেক্ষায়
চিল
শব্দ শুনছি, কোলাহল থেকে বহু উঁচুতে
টিয়া পাখিদের ঝগড়া ঝাঁটি মস্করি
একটা পাজামা পত পত, উড়ছে বারান্দায়
দুরের মেঘ নিয়ে আসছে বৃষ্টির গান