ফিকে আলো ফোটার আগে, এক ঝাঁক ব্রহ্মকমল জাগে
কিছু স্বর্গ-পরী মৃদু বাতাস বয়ে, ছোট ছোট ঢেউ যায় হয়ে
চিন্তা হীন এ কার বাসা, থেমে থাকা এক অনন্ত আশা
টুপ টাপ শব্দে বরফ হয় জল, সকাল দেয় দুপুর কে বল
তীব্র পারিজাতের অপার্থিব গন্ধে, দারুন আস্তে নামে সন্ধ্যে
আমি ফিরে আসি ধীরে ধীরে, সেই স্তবততা বুকে ভরে