খালি পেটে হুম হুম
তেঁতুল তলে মস্ত ঘুম

ঘুম পায়নি, নড়ছে ঢাকনি
চা খাচ্ছে, বোঁচা পেত্নী

পেত্নী বসে খুঁজছে সাথী
ব্রহ্মদত্যর জবর লাথি

লাথি খেয়ে রোগা খুড়ো
খুঁজে না পায় চিতল মুড়ো

মুড়ো ঘণ্ট, ঘি ভেজা দুম্বা
শেষে মেশে, তেঁতুল তলে লম্বা