দিগন্ত ছোঁয়া আকাশ ভরিয়ে,
হাজির এক সকালে
তা মেঘ-রাশি, আজ কি গল্প বলবে
একটা অন্তহীন খোঁজা, শেষে খালি কচি সবুজ
একটা সমুদ্র ঠিকানা, হারিয়ে-পাবার বিস্ময়
আজ কি গান গাইছ, মেঘ-রাশি
কিছু হৃদয় ভেজা সুর, ঝর ঝর তাল
কিছু বেখেয়ালী গুন গুনানি, ঝড়-মধ্য তান
কি কবিতা আচ্ছন্ন করছে আজ, মেঘ-রাশি
গাঢ় কোন অনুভূতি, ভিনদেশী শব্দ-বন্ধ
চিরন্তন টুপুর টাপুর, বন চাঁপা গন্ধ
এমন মন-উদাসী হিসাব-হীন অকৃপণতা
মেঘ-রাশি
আমাদের আঁচল বড্ড ছোট।
আসছে বর্ষায় মেঘ-রাশি
আমরা খালি হয়ে, প্রসারিত হয়ে
তৃষ্ণার্ত হয়ে
অপেক্ষায় রইব।