কত যে
পথপ্রদর্শক এলো, আবেগ ভরে বলল
সুখের কথা, শান্তির কথা
সাম্যর কথা, নতুন সুযোগের কথা
আমরা আশান্বিত হলাম
জোরে হাততালি দিলাম
কত যে
লোভীরা দলবেঁধে এলো
আর করল যুদ্ধ, যাতে এক দুই জন
জয়ী হয় আর সব্বাই হারে ভীষণ ভাবে
করল তীব্র হিংসা, করল বোকা কপটতা
না শেষ হওয়া লোভ ওদের ঘুমতে দিল না
আমরা আশান্বিত হলাম
ধংশের মৃত্যুতে
কত যে
সময় এলো আর গেল
মেসপটামিয়া থেকে চাঁদের উপনিবেশ
আমরা বার বার জন্মালাম মরবো বলে
আর আশান্বিত হলাম
কিছুই তেমন টিকবে না বলে