কোন এক সোনালী বিকেলে
চা দেবার ছলে, অগোছালো
মনটা, যেই একটু ছুঁয়েছিলে
ব্যাস
জীবন হটাৎ করে ইলিশ মাছ

শেষমেশ হাঁ বলে দিলাম
আর আমরা রেলগাড়ি চড়ে
জীবনের নানান স্টেশন ঘুরে
ব্যাস
জীবন হটাৎ করে ঝাল মুড়ি

তারপর, সুধু একে অপর কে
জায়গা দেওয়া, ইঞ্চি ইঞ্চি করে
গল্প দেওয়া, ওম দেওয়া
ব্যাস
জীবন হটাৎ করে পায়েস পিঠে

এখন কি ভীষণ মজার সময়
শূন্য ও যে দেওয়া যায় অবলীলায়
খালিও যে কি ভরপুর আনন্দের
ব্যাস
জীবন আবার হটাৎ করে লজেঞ্ছুস