একটা ঝরনা হটাৎ দাঁড়িয়ে পরে
মুস্কিল টা একটু বুঝুন
তার চিন্তা পেয়েছে, স্বপ্ন পেয়েছে
বিরাট কিছু করার ইছা পেয়েছে
বয়ঃসন্ধি পেয়েছে
“সাগর কেন সব সময় শুয়ে থাকবে
আর আমি খালি পাহাড় থেকে
পাথরের উপর ঝাঁপাব
আমার কি লাগে না ?”
ঝরনা ফোন করছে ক্রমাগত
মুস্কিল টা একটু বুঝুন
কত কথা তার, টাইম মত না বললে
কথা মরে যায়, বড্ড ক্ষণজীবী
এক একটা কথার ভিতর পদ্মফুল থাকে
ভূমিকম্প থাকে, সুইসাইড থাকে
তাদের সময় বড্ড কম
“এই দুধ সাদা রং তো অনেকদিন হল
এবার কিছু জমকাল রং হোক,
এত ধরা বাধা কিসের, হম্বি তম্বি কিসের
আমি কি বোর হই না ?”
আজ বুঝি ঝরনার দিন
কাল কি পাহাড়ের ?
পরশু হবে পাতার
মুস্কিল টা একটু বুঝুন