বিশ্বম্ভরের সাথে কথা নিরন্তর
খেলা ছলে, আনাচে কানাচে
রোদ আর ছায়ার সীমান্তে
দাঁড়ায় হাত তুলে বিশ্বম্ভর
কি দরকার এত শত
হাসি মাখা ফিসফাস
বিশ্বম্ভর একটু চুপ দাও
স্পষ্ট কথা কাঁটার মত
এত ময়ূর, এত ছক, এত বিষফোঁড়া
সোনার খাঁচা, চেপে চুপে ধরে
বিশ্বম্ভর হাত তুলে, পিছলে পালায়
বলে, না শোনা, কথা আনকোরা
চিতা ভালবাসছে সুন্দরী শম্বর
বুকে ধরে আলগোছে তার নাভিগন্ধ
চির সতেজ ফুল, ঘামে ভেজা চুল
তাদের গল্প বলে চলে বিশ্বম্ভর