কিছু কৃপাধন্য সময়
পবিত্র, সুগন্ধিত, গভীর আর অনুভূতিময়
সেই মুচমুচে
কিছু সময় তুলে রাখি, পুরানো জুতোর বাক্সে ।।


** জমান সময় খরচের হিসেব নিকেশ **

হিমুর ঢাকার রাস্তায় পায়চারি, মাঝরাতে
তার ফুফির বাড়ির দাওয়াত, একসাথে

আলোছায়া পর্দা ওড়া, ছন্দময় বাতাসে
কৌশিকী তান ধরে, বাবার সাথে, কি আয়েশে

ছবি খোঁজা, সকাল বিকেল, তারা ভরা রাতে
সঙ্গে মিরো, গণেশ পাইন, সেই পিকাসোর ছাতে

ডোবার ধারে টুসু ভাদু, গাছের তলে বাউল
ক্লাবে বসে ওল্ড জ্যাজ, কাসুন্দি দিয়ে চাউল

শীর্ষেন্দুর ভুতেরা, অমায়িক আর পরোপকারী
টেরিন্তিনো সিনেমা খোঁজে, চন্দ্রবিন্দুর মস্করী

মিঠুর মৌরি, অতিনের বড় পাবদার স্বাদ
মঞ্জুর সমুদ্রে, ভোর রাতের গোল পারা চাঁদ

সময় কিছু বাঁচাতে হবে, এত কিছুর পরে
চুপটি করে দিতে হবে, যার নাই তার ঘরে