নৌকা হাঁটতে বেরল
প্রথমে ধুলো মেখে দেখল
রেণু মেখে দেখল
সুড়-সুড়ির এক শেষ ।

নৌকা ভাসতে বেরল
নদী, নর্দমায়, ঘামে
বয়ে যাওয়া রক্তে
বড্ড চট-চটে, এগোবে কি ।

নৌকা উড়তে বেরল
মেঘ দিয়ে হল পাল
হওয়া ঠেলল ভীষণ জোরে
মাথা-টাতা ঘুরে বমি ।

এখন নৌকা বালুকা বেলায়
কাৎ হয়ে রোদ পোহাচ্ছে
বৃষ্টিতে, বনফুলে, শ্যাওলায়
অল্প অল্প করে বালি হয়ে যাচ্ছে
অবেলায়, অবলীলায়।