একটা সুটকেস টেনে নিয়ে চলছি
সকাল থেকে সন্ধে

কটা মুহূর্ত, কজোড়া স্বপ্ন, কিছু ঝড়
পাট করা আঘাত, আকশ্মাত ভালো পাওয়া
সব জমা হয় সুটকেসে

একটা ভারী সুটকেস টেনে নিয়ে চলছি
জন্ম থেকে মৃত্যু

বেশ বিভোর করা কটা স্মৃতি, জমাটি আশা,
ক বোতল হাততালি, পাপ আর ঠাসা শূন্যতা
গুনে গুনে জমাই

একটা নিরেট সুটকেস টেনে নিয়ে চলছি
অন্তহীন জন্মান্তরে

ক্লান্ত হাত বলে, আর কত দিন
কবে হবে সময়, আমার পাখা হবার
সুটকেস ছেরে, সব সময়ের জন্য মেঘ ধরার