পেপার, পেন্সিল, রং, তুলি সব ছিল
তবু সেই ছবিটা
আঁকা হল না।
ঝরা পাতার, অবসর দুপুরে
গল্পের অসমাপ্ত বই টা
পড়া হল না।
সাইকেলে চড়ে, সন্ধ্যাবেলা
বাঁধ-রোখে
যাওয়া হল না।
ঝর ঝর শ্রাবণ দিনে
খিচুড়ি বেগুন ভাজা
খাওয়া হল না।
পাশা পাশি বসে, তার কথা
হাত ধরে
শোনা হল না।
পোস্টকার্ড, পেন, টেবিল ছিল
মনের চিঠিটা, কোনদিন
লেখা হল না।