আবাসন তৈরির ওস্তাদ কারিগর কিছু আবেদন..
দেখ যেন,
ছাদ থাকে উঁচু, অনেকের স্বপ্ন অনায়াসে থাকতে পারে একসাথে
মেঝে একটু নরম হয়, বাচ্চারা ভুল করতে কখন-কোথাও ভয় না পায়
গেটটা বড় হয়, ভালবাসা ভরা গাড়ি শঙ্কাহীন হয়ে ঢুকতে পারে
অনেক থাকে জানালা, সর্ব রকম চিন্তার প্রবেশ হয় অবাধ
দেখ যেন,
বইয়ের সেলফ গুলো বেশ বড় হয়, কম যেন না পড়ে কখন
রান্নাঘর হয় দেওয়াল ছাড়া, মেয়েরা আটকে না পড়ে, কোন মতেই
সিঁড়ির ধাপ সব সমান থাকে, সময় যেন হোঁচট না খায়
এক চিলতে ছাদ পায়, বৃষ্টি বিপদে পথভোলা কোন পথিক
দেখ যেন,
আসে-পাশের গাছেরা অকালে বন্ধু বিয়োগে যন্ত্রণা না ভোগ করে
কল থেকে ফোঁটা ফোঁটা জল না কাঁদে, পুরানো কোন দুঃখে
ঘুম-হীন কালো রাত্রে, সুন্দর সব আশা তৈরি হয় সিলিং জুড়ে
সুবাসিত হাওয়া আসে, প্রতি সন্ধ্যায় পবিত্রতা নিয়ে
দেখ যেন,
বৃষ্টির ফোঁটা, ছোট ছোট পায়েদের সাথে নাচ করে, বাগানে বারান্দায়
পেপার ছুড়তে কষ্ট না হয়, খবরা খবর সব তাজা থাকে রোজ সকালে
কংক্রিটে ঠিক জল পড়ে , চিরস্থায়ী পোক্ত সব সম্পর্ক তৈরি হয়
টব-বাগানের প্রজাপতি, পাখা কাঁপিয়ে পৃথিবী-জোড়া ঝড় আনে ইচ্ছা মত
দেখ যেন,
পৃথিবীতে বেশী চাপ না পড়ে, নুতুনদের পথ যেন না আটকায়
প্রয়োজন শেষে, হালকা পায়ে, যেতে পারে যেন হাসিমুখে, নিশ্চিন্তে।।