ওগো প্রিয়তমা,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি কত,
তোমার বুকে মাথা রেখেই
হব আমি নত ৷
তোমায় ঘিরে স্বপ্ন জাগে মনে,
দূরের থেকে ভালোবাসি
আমি যে গোপনে ৷
তোমার প্রেমের বাগে,
ভ্রমর হয়ে গান শোনাবো
আমি, বেহাগ রাগে ৷
তোমায় আপন করে পাওয়ার
ইচ্ছে বড় জাগে ৷
পারব কি এনে দিতে তোমায়
সিংহলের ঐ মোতি!
তবুও তুমি আমার প্রিয়া
প্রাণের পদ্মাবতী ৷
তোমায় ভালোবাসি,
পারি না গো বলতে তোমায়
মুখ ফুটে প্রকাশি ৷
জড়িয়ে তোমায় রাখব ধরে
ভালোবেসে কত,
জন্ম থেকে জন্মান্তর
এভাবেই হবে গত ৷
ভালোবেসে প্রিয়তমা
হাতটা আমার ধরো,
সাত জন্মের সাথী হবো
হবো না তো কারো ৷
তুমিই হোলে প্রিয়তমা মোর
স্বপ্নেতে দেখা কামিনী,
তোমাকে ভালোবেসেই আমার
কেটেছে হাজার যামিনী ৷
কতবার তুমি বলেছো স্বপ্নে
এসো মোর প্রিয়তম,
তোমার প্রেম যে পবিত্র অতি
ঈশ্বর প্রেম সম৷
শোনো প্রিয়তমা, পৃথিবীর বুকে
আমি এক মুসাফির,
জীবন যুদ্ধে পরাজিত আমি
ভাঙাচোরা তাগদীর ৷
বার বার আমি স্বপ্নে দেখেছি
স্বপ্নে বেসেছি ভালো,
চাইছি আমার আঙিনাতে তুমি
প্রেমের প্রদীপ জ্বালো ৷
আমি তো পারি না অভিনয় প্রিয়া,
পারি না নোয়াতে মাথা,
তোমার জন্য আমার হৃদয়ে
প্রেমের আসন পাতা৷
সে আসনে তুমি বিরাজিত হলে,
স্বপ্ন হবে সফল ৷
নতুন করে গড়বো ধূলায়
প্রেমের তাজমহল ৷