আজ দেখলাম সমুদ্রকে
দু কুল ছাপিয়ে নদীতে গিয়ে মিশতে।
মনে হলো যেন ঢেউ গুলোর ফেনা শুকিয়ে গেছে !

নদীর গর্ব দেখে অবাক হয়ে গেলাম !
বোললাম " এত নতুন কিছু নয় "
" এত গাছের সবুজ হওয়ার থেকেও বাস্তবিক "
" আমিই তো তেত্রিস কোটি মুখ রোজ দেখেছি ফুটপাতে "
" কোই....কারুর জামার বোতামের পটি তো পিঠের দিকে থাকতে দেখিনি ! "
(যেন নোনা সমুদ্রে ভাসানো ডাবের খোলা)

নদীকে ভয় দেখিয়ে বোললাম......
" নীলের কাছে সবুজ হেড়ে গেছে তাই এবার আমি মরুভূমিতে ঘর বাঁধবো "
নদী মুচকি হেঁসে শুকিয়ে গেল ........

এবার আমার ভাবতে বসার পালা
" নদী ছাড়া আমার তৃষ্ণা মেটাবে কে ? "