কবিতা আসে না।
জীবনে কোন পদ্য নেই,নীরেট গদ্যে ভরা জীবন।
উন্মুক্ত ফিলোসপির এ মনে,
আজ কেবলই যান্ত্রিক ঠাঁস-বুনোট।
স্বপ্নগুলো সব ডুবে যাচ্ছে জীবনের গুপ্ত চোরাবালিতে,
রবি বাবুর সোনার তরী বুঝি ঐ এলো-
আমার কষ্টের পাকা ধান নিয়ে যেতে!

নিজেকে মনে হয় এক মরুভূমি বিস্তীর্ণ,
হৃদয় যেন তপ্ত বালুয় ভরা!
পথ ভুল করে এখানে পথিকেরা আসে,
আর এক এক করে রেখে যায় তাদের পদচিহ্ন।
চাঁদের বুকে অঙ্কিত পদচিহ্ন কারো কারো কাছে গৌরবের,
চাঁদের নিকট তা আর কিছুই নয়, অবিকৃত এক কলঙ্ক!

জীবনের জেলখানায় কেবল শিকল আর শিকল,
এক এক করে বেঁধে ফেলছে আমায়!
আর আমি আড়মোড়া দিয়ে তা খোলার চেষ্টা করি-
শরীরের সমস্ত শক্তি প্রয়োগে।
তবুও জীবন সামনে এগোয় না,
মহাকাশে ধাবমান গ্যালাক্সিদের মতই ক্রমশ পিছু হটে যাচ্ছে !
নচি বাবুর পরামর্শ মেনেই -
অস্থির সময়ের দরজায় দাঁড়িয়ে, এখন আমি মাঝে মাঝে আয়নায় মুখ দেখি-
আর ভাবি আমি কি সেই আগের মতই আছি,
না আগের আমি বদলে গেছি অনেকখানি!

08.02.2016
11:45 Pm
dpdc