আমি বুঝিনা বিগব্যাং কিংবা সৃষ্টিতত্ত্ব,
মহাবিশ্বের মহা দুর্বোধ্য যত সব রহস্য।
বুঝিনা মহাণ কীর্তিগাঁথা,
বড় খেলোয়াড় কি মহাণ কারিগর কিংবা বিধাতা!
আমি চিনিনা এ মহাজগতের ঊর্ধ্ব,অধঃ কিংবা কিনারা,
আমি অতি অধম,আমি কেবলই জানি-
আমার "মা" ই আমার জগৎ,আমার স্বপ্নের সীমানা,
তাঁর জঠরদ্বারই আমার পৃথিবীর প্রবেশদ্বার,
আমি এর বাইরে আর কিছুই বুঝতে চাইনা কিংবা খুঁজতে চাই না।

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে নাকি এসেছিল দেশের স্বাধীনতা,
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,চিনিনা কোন মুক্তিযোদ্ধা।
আমি কেবল জানি,
দশমাস দশদিনের  লড়াকু সংগ্রামে,রক্তের গঙ্গা বইয়ে-
আমার "মা" ই ছিনিয়ে এনেছিলেন আমার কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তাই আমার কাছে আমার "মা" ই এক মহাণ মুক্তিযোদ্ধা!

তাজমহলের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়!
কিন্তু সেটির সফল নির্মানের পেছনে,
যে অক্লান্ত শ্রম,ত্যাগ ও কষ্ট রয়েছে-
তা কারো চোখে কখনোই পড়ে না,
কিংবা তার জন্য কতজনেরই বা অশ্রু সিক্ত হয়?
আমার সফলতা যদি তাজমহলের মতই কাউকে মুগ্ধ করে,
তবে জেনে রাখুন আমার সে সফলতার পিছনে-
সর্বদাই আমার মায়ের রক্ত-পানি হওয়া ঘাম ঝরে!

আমি পৃথিবীতে মায়ের চেয়ে বড় বর্ম আর কিছুই দেখিনি,
সেই ছোটবেলায় বাবার নির্যাতন থেকে শুরু করে,
শত আপদ-বিপদ কিংবা প্রাণ ঘাতী,আপন- বিনাশী ছোঁয়াচে রোগেও;
যখন সবাই একে একে পিছু হটে গেছে,
তখনও কেবল "মা" ই কোন কিছুরই তোয়াক্কা না করে,
নাড়ীর টানে বার বার ছুটে এসে আমায় রক্ষ্মা করেছে।

মা আমার আর আগের মত ছুটতে পারে না-
বৃদ্ধ,বয়সের ভারে নত,পায়ে বার্ধ্যক্যের জ্বালা!
তাই এবার আমারই ছোটার পালা।
মা তোমার কোন ভয় নাই,
তুমি আছ বলেই-
এ দুঃখের সমুদ্রে আজও বেঁচে থাকার ভেলা খুঁজে পাই।



(কবি কর্তৃক পুনঃ সম্পাদিত)

29/08/2015
4:16pm
jtb mes,dhaka