তোমার চোখে দেখেছি মায়াবী এক দীঘি!
ঐ দীঘির শান্ত জলে- মগ্ন স্নানের তরে গিয়ে,  
বারে বারে ফিরে এসেছি!
ভেবেছি দেখব সেথা রক্তিম কোন মানস-পদ্ম,
কিংবা দেখব শ্বেত-শালুক ফুটন্ত।
হয়তো দেখব হংস-মিথুন করিছে খেলা,
প্রেমের বরশি হাতে চারিদিকে চণ্ডিদাশদের মেলা।
কিন্তু ভাবিনি কভু দেখব সেথা আমায়,
দেখব দীঘির স্বচ্ছ জলের গভীরে শুধু, আমারই এই ছবি দোল খায়!
ঠিক দোল,দোল, দুলন্ত-
আমি দেখলাম আর সত্যিই মুগ্ধ,বিস্মিত, বিমোহিত হলাম!


28/07/2015
8:27 pm
jtb