বর্ষা নামে তুমুল বানে,আজও আমার ছোট্ট গ্রামে।
আমি অভাগা শহরে থাকি, পাইনা তারে ঠিক এই মনে-প্রাণে!
ঝরো,ঝরো আজি ঝরছে বাদল,টিনের চালে বাজছে মাদল।
চারিদিকে থৈ থৈ জল,ঘ্যাঙ-ঘ্যাঙ- ঘ্যাঙ ডাকছে ঐ ঝোপ-ঝাঁড়ের ব্যাঙের দল।
এসব কি আর শুনতে পাই? ঠাঁস-বুনোটের এই শহরটায়!
বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়,বল নিয়ে মাঠে আমরা সবাই,
দিনভর সেই বৃষ্টিস্নাত ফুটবল খেলা,সব সময়ই মিস করে যাই!
বর্ষা নামে আজও গ্রামে,আমি থাকি কোন শ্মশানে?
17/07/2015
1:54 pm
jtb mes