জীবনটা অষ্ট প্রহর সংকীর্তনের মঞ্চের মতই,
এখানে চলে দলের পর দলের হর্ষ-বিষাদ ওঠানামা।
একদলের যখন শুরু আনন্দঘন যাত্রা,
ঠিক তখনই অন্য দলের চলে বিরহ বিদায় বেলা!
কেউ আসে প্রভাতী আগমনী গান নিয়ে,
কেউবা আবার লুটিয়ে পড়ে অস্ত রবির রাগে!
আজ যেমন লুটিয়ে পড়লেন আমার মামী-
তেমনি একদা  এপথে গিয়েছেন তাঁর স্বামী!
মেশোও গেলেন বেশকিছু আগে,
এ পথের যাত্রী মা,মাসী,পিসি,কাকা-
আরও আছেন শেষ সম্বল বৃদ্ধ আমার বাবা!
আমরা যারা নতুন প্রজন্ম কিংবা এনেছি নতুনেরে,
তারাও কি এমন তিক্ত স্বাদে বিদায় নেব ধরা থেকে!
তখন হয়তো আমাদের ভেবে ঠিক এমনি করে,
আজকের আমার মতই কি অন্য কারো নয়ন আর্দ্র হবে?

05/07/2015
7:30 pm
jbr m