নতুন দেশ,নতুন মাটি, হবে নতুন বসতি।
এসেছি তব দ্বারে-দেবে কি অগতিকে কিছুটা গতি?
আজি এসেছে বৈশাখ-
নববর্ষ আসেনি জীবনে মোর,এসেছে শাঁখের করাত।
আজি আপনারে খুঁজি সকলের মাঝে,করিয়া আপনেরে ত্যাগ।
আজি বৈশাখী ঝড়ে উড়ে গেল সবই, নিভে গেল বাতি;
নেমে এল বুঝি অনাকাঙ্ক্ষিত কাল- রাত!
আজি প্রত্যাশায় বাঁচি-ঘোর কেটে কবে আসিবে সোনালী সুপ্রভাত?
অথচ নচির গানের মতই.................
প্রত্যাশা কেবল ফানুসে বদলায়!
25/04/2015
e.m
png