আমি লোভী না কিন্তু সর্বপারদর্শী বিধাতার আরাধনা করি,
কারণ তিনিই আমাকে অনেক ধন-সম্পদ দিবেন আশা করি!
আমি সন্ত্রাসীর হাতে জিম্মি না,
তবুও প্রাণ ভিক্ষা চাই বিধাতার কাছে-
তিনি অনেক দয়ালু কখনোই বিমুখ করবেন না!
আমি উপকারীর কাছে কৃতজ্ঞ থাকিনা,ভুলে যাই তার অবদান;
কিন্তু মাথা নত করি বিধাতার কাছে কারণ-
বিপদে তিনিই সর্বদা করিবেন ত্রাণ!
আমি ঘৃণা করি শয়তান,
কিন্তু ভালোবাসি তাকে,যিনি আমার জীবন নিয়ে শয়তানি করেন-
সদাই শয়তানের কলকাঠি নাড়ান!
আমি লুইচ না ইহকালে,
তবুও হুর-পরী-অপ্সরী ভোগের লিপ্সা রাখি পরকালে-
এবং তজ্জন্যই ভালো ভালো কাজগুলো করি ইহকালে!
আমার ছোট্ট কয়টি প্রশ্ন-
আমি যদি হুর-পরী-অপ্সরী পাই,
তবে আমার পত্নীর ভালো কাজের বিনিময়ে কি বিধান?
যৌন ক্ষুধা নিবারনের তরে তার জন্য নেই কেন সুদর্শন জোয়ান-পালোয়ান?
বলুন আমার চরিত্র কতটা ফুলের মত পবিত্র?
আর নিজের মাঝেওকি আমাকে দেখতে পান?
আমার 'ওনি' মানে যার কাচে সব চাই আর কি-
কত মহা গুনধারী,বলুনতো সেও কতটা মহীয়ান?
18/03/2015
10:49 pm
d.m