এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি দেশের বীজ।
এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি দেশের অসাম্প্রদায়িক মানস।
এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি দেশের স্বপ্নের রূপকথা।
এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি দেশের ভবিষ্যত কান্ডারী নেতা।
এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি দেশের ভবিষ্যত জাতির পিতা।
এই সেই ১৭ই মার্চ,
যেদিন শুধু একটি শিশু জন্মায়নি,জন্মেছিল একটি স্বপ্ন- আমার সোনার বাংলা।
..........................................................
..........................................................
এই সেই ১৭ই মার্চ এলো এদেশে এতবার,
তবুও তো আর একটা বঙ্গবন্ধুর জন্ম হলো না!
17/03/2015
10:55 pm
d.m