সুবুদ্ধির মানুষের সবচেয়ে বড় সাধ,
গলায় দড়ি ঝুলিয়ে সে দড়ি নিজের হাতে রেখে ছাগল চড়ানো-
চাকরির অফিস যেন এমনই সুবুদ্ধির মানুষ আর ছাগলে ভরানো।
এটা যেন আদি-অন্ত এক ছাগলের সিঁড়ি,
এখানে মালিক কেবলই একজন,আর সবাই চায় গলায় পড়াতে দড়ি।
প্রশ্ন হচ্ছে ছাগল হবে কে?সবাইতো দেখি মানুষ!
তাই যতই থাক দক্ষতা,জ্ঞান আর যোগ্যতা-
প্রথমেই চলে অপারগ,অক্ষম বানিয়ে ছাগল প্রতিপন্নের অপচেষ্টা।
মানুষকে তো আর গলায় দড়ি বেঁধে নিয়ন্ত্রন করা যায় না,
তাই প্রথমেই দরকার যে কোন উপায়ে মানুষ থেকে ছাগলে নামিয়ে আনা!
এখানে ভদ্র মানুষগুলো সব অমানুষের পোশাক পড়ে আসে,
ঊর্ধতন সদাই থাকে অধস্তনকে ছাগল বানানোর আশে!
16/03/2015
11:50 pm
d.m