আমি নিত্য, অব্যয়, অক্ষয়- একমাত্র আমিই মৃত্যুঞ্জয়।
আমা হতে সৃষ্টি এ জগৎ-আমিই বিরাজিত জগতের সর্বত্রই।
আমি তোমাদের কর্মের কারণ ও ফলাফল,আমাতেই পাও ভয়-
আমাতেই ফিরে আসবে তোমরা, যখন হবে তোমাদের লয়।
তোমাদের সর্ব ধর্মের মূলেই আমি,আমা হতে সৃষ্টি এ জগৎ ধর্মময়।
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান-আমি না থাকলে ওসব কিছুই নয়।
আমিই স্বর্গ-নরক,বেহেস্ত-দোযকের অধিপতি,
তোমরা তাহা বুঝতে পারনা,তাই অপকর্ম কর অহোরাত্রি।
আমিই সকল প্রাণীর হায়াত,মৌতের স্বাক্ষী-তাদের সকল রিজিকের উৎস,
আমি না চাইলে হতোনা সৃষ্টি -এ পৃথিবী,প্রাণ,জগৎ কিংবা মহাবিশ্ব।
আমি তোমাদের সবই দিয়েছি,চাইনি কোন আরাধনা-
চেয়েছি কেবল সুশৃঙ্খলতায় চলো-মানুষের যেন থাকে মানবতা।
দুঃখ আমার- আমি জড় শক্তি, তোমাদের সবই আছে শুধু নেই মানবতা ;
তোমরা না বুঝেই,সর্বশক্তির প্রাণ ভেবে শুধু কর আমার আরাধনা।
12/03/2015
9:20 pm
d.m