টিকিয়া থাকাই চরম সার্থকতা নহে-
প্রাণীর প্রজাতি রক্ষার জন্য,
মোটেও সত্য নয় শরৎ বাবুর এ কালজয়ী কথা।
প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় অভিযোজিত হতে পারলেই,
কেবল টিকে থাকে প্রাণীর প্রজাতি রক্ষার ধারা।
তাই চরম সত্য হচ্ছে এই যে-
অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।
একদিন টিকে থাকার তাগিদেই আমাদের পূর্বপুরুষরা-
আফ্রিকা থেকে বেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।
তারা হাজার বছর নয়,
হয়তোবা লক্ষ বছর ধরে পথ হেঁটেছিল পৃথিবীর পথে-
হেঁটে হেঁটেই পৌঁছেছিল সেইখানে,
পৃথিবীর ঠিক যে প্রান্তে আমি-আপনি দাঁড়িয়ে।
আমরা আজ হাঁটছিনা শুধু,
রকেটের বেগেই দৌড়াতে চাচ্ছি ঐ টিকে থাকারই তাগিদে।
হয়তো একদিন আমরা,
আলোর কাছাকাছি বেগেও ভ্রমণ শিখে যাব ঠিক একই কারণে।
তখন আমরা মুহূর্তেই পৌঁছে যাব পৃথিবীর মতই আরও অনেক গ্রহে।
হয়তো দেখব আমাদের মতই বা আরও উন্নত প্রাণী ও সভ্যতা এ মহাবিশ্বে।
তখন এ পৃথিবী হয়তো ধ্বংশ হয়ে যাবে,
কিন্তু টিকে যাবে মানবজাতি,টিকে যাবো আমরা-
মহাবিশ্বের অনন্ত নক্ষত্র বীথিতে ছড়িয়ে পড়বে আমাদের এ মানব সভ্যতা।
12/03/2015
9:55 pm
d.m.