বাস্তবের বধু নাই বা পেলাম তোমায়,
কল্পনায় আঁকিতে দোষটি বল কোথায়?
এই স্নেহকাতুর জীবনে আমার যে কেবল,
তোমার দরদমাখা স্নেহ-ভালোবাসাই চায়।
কাছ থেকে জানি হয়তো পাবোনা,
তোমার শরীরের স্পর্শময় ভালোবাসা-
তবু এই গ্রাহক- প্রেরক যন্ত্রের যুগে,
নিশ্চয় দূর থেকেও তো পেতে পারি আকণ্ঠ উদারতা?
আমার অফিস গমন প্রস্তুতি,
না হয় তোমার হাতের স্নেহ পরশে ধন্য নাহি হলো,
কিন্তু আমার অফিস যাত্রায় তোমার ওপাশ থেকে উড়ে আসা-
একটি ফ্লাইং কিস কি আমার কর্ণকূহর দিয়ে প্রবেশ করে,
আমার হৃদয় স্পর্শ করে-অতৃপ্ত এ হৃদয় শান্ত করে দিতে পারেনা?
তুমি চাইলেই আমার অফিস ফেরতও হয়ে উঠতে পারে স্বামী-স্ত্রী ময়-
চলতে পারে এ আধুনিক মোবাইলেই কিছুক্ষণ ক্লান্ত ভালোবাসা বিনিময়।
গভীর রাতে যখন খুব মিস করবে আমায়,
তুমি চাইলে তখনো চলে যেতে পারি তোমার গোপণ অভিসারে-
নিয়ে নিতে পারি আমার জন্য জমানো,
তোমার সকল রসালো আদর বেশ চুপিসারে।
তুমি কানের পাশে থাকলেই আমি অনুভব করতে পারব-
মেলা,পার্বণ, উৎসবে স্বামী-স্ত্রীর প্রমোদ ভ্রমণ,
কিংবা কলকল কোন সমুদ্র সৈকতে নব দম্পতির রাতভর মধু-চন্দ্রিমা উৎযাপন।
জানি তুমি বলবে সবই অর্থহীন!
তবু যদি সত্যিই বধু হতে না পার-
আমি বলব কল্পনার বধু থাকতে পারবে কি একদিন?
10/03/2015
8:16 pm
d.m.