ভালবাসা কি?
হুমায়ূনের মত বলতে ইচ্ছে করে-
একজন মানুষের জন্য আরেকজন মানুষের কি অস্থিরতা!
এই অস্থিরতাই কি ভালোবাসা?
তা যদি হয়,তবে সখি আমি তো তোমায় ভালবাসি।
রবি ঠাকুরের ভাষায়-
দিবস ও রজনী আমি যেন কার আশায় আশায় থাকি,
তাই চমকিত মন,চকিত শ্রবণ,তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,সদা মনে হয় যদি দেখা পাই-
কে আসিছে বলে চমকিয়ে চাই,কাননে ডাকিলে পাখি।
অথবা বাজিল বুকে যেন সুখের মত কি এক ব্যথা।
ভালোবাসা কি এমনই কোন কিছু?
না হয় আমি কেন সদা এসব অনুভব করি?
ভালোবাসা কি গভীর রাতে তরুর সাথে সংলাপ?
নজরুলের ভাষায়-
কে করে ব্যজন তপ্ত ললাটে,কাহার নিঃশ্বাস লাগে,
চমকিয়া জাগি শিয়রে আমার জাগিছ স্বপ্নচারী,
নিশীথ রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি।
অথবা,
আমার আপনার চেয়ে আপন যে জন,খুঁজি তারে আমি আপনার।
আমি শুনি যেন তার চরণের ধ্বনি,আমারি তিয়াসী বাসনায়।
আমারই মনের তৃষিত আকাশে,কাঁদে সে চাতক আকুল পিয়াসে-
কভু সে চকোর সুধা-চোর আসে নিশীথে স্বপনে জোছনায়।
আমিও তো সদা এমন আকুল পিয়াসে,তিয়াসি বাসনায় থাকি-
তবে আমিও কি ভালোবাসার নিকুঞ্জবনে আছি?
বনের চাতক,মনের চাতক আজ কার লাগি কাঁদে অবেলায়?
ভালোবাসা কি এই,ঠিক বুঝতে পারিনা!
তাই খুব জানতে ইচ্ছে করে জীবনানন্দের ভাষায়-
বনের চাতক বাঁধল বাসা মেঘের কিনারায়-
মনের চাতক হারিয়ে গেল দূরের দুরাশায়!
ফুঁপিয়ে ওঠে কাতর আকাশ সেই হতাশার ক্ষোভে-
সে কোন্ বোঁটের ফুলের ঠোঁটের মিঠা মদের লোভে,
বনের চাতক-মনের চাতক কাঁদছে অবেলায়?
05/03/2015
11:42 pm
d.m