ভালোবাসার গোলক ধাঁধায় আটকে গেছি আমি,
চারিদিকে শুধু মায়া, আমি মায়ার জালেই বন্দী।
প্রচণ্ড যুক্তিবাদী আমি আজ বারে বারেই যুক্তি লঙ্ঘণ করি!
ভালোবাসার মায়া যুক্তিকে অকার্যকর করে ফেলে।
যে মায়া যুক্তি কাটতে পারে,
বাঘবন্দী মিসির আলী কি সে মায়া কাটাতে পারতো?
-খুব জানতে ইচ্ছে করছে।
হিমু কিংবা হিমুর বাবা-মহাপুরুষ তৈরির কারিগর,
বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম,হে জনাব-
মহাপুরুষদের জন্য ভালোবাসার ব্যপারে কিছুটা ছাড় দেয়া যায় না?
তবে তাদের উভয়েরই স্রষ্টার জবাব-
ভালোবাসার মায়া থাকতে হবে,
কারণ ভালোবাসা মানব সৃষ্টির প্রধাণ নিরাপত্তা।


04/03/2015
10:50 pm
d.m.