ইমারত ঘেরা এই শহরে আমি সর্বদাই অনুভব করি তোমায়।
তোমায় দেখিনা বহুদিন হলো,শুধু এঁকে যাই কল্পনায়।
তোমার মন ভোলানো রূপটি আমায় ব্যাকুল তিয়াসে ডাকে,
তোমার ঐ খরস্রোতার উজানে আমার মনটি এখনো সাঁতার কাটে।
তোমায় নিয়ে পদ্য লিখেছি,গদ্য এখনো বাকি আছে।
তোমাতেই বসত আমার চৌদ্দ পুরুষ,আমার মূলতো তোমাতেই।
আমার চিন্তার আদি তুমি,তুমিই আমার কবিতার শুরু;
তুমিই আমার এমন প্রেম,ভুলতে পারিনা কভু।
তোমার ভাবনাতে আমি সদা নষ্টালজিয়ায় ভুগি,
প্রতিদিন অফিস  থেকে ফিরে ভাবি-কবে তোমার কাছে পৌঁছাতে পারি?
একদিন ভাঙন থেমে যাবে তোমার,সত্যি জেলা হবে তুমি-
এমন স্বপ্নে বিভোর আমি,হে হাতিয়া-আমার প্রিয় জন্মভূমি।

03/03/2015
8:32 pm
d.m