আজি হতে অনন্ত সময় পরে,
কেউ যদি খুঁজে পাও এই কবি আমারে;
জেনে রেখো আমি আর কবি নই এ ত্রিভুবনে-
করেছি যাত্রা কবি হতে ভীন কোন গ্রহে!
অনেক প্রেম,ভালোবাসা দ্রোহ,
তোমাদের বুকে জাগিয়ে তোলার প্রত্যয়ে;
এক দিন মহিয়সী মসি ধরেছিলাম তুলির ন্যায়,
মনের ক্যানভাসে এঁকেছিলাম শৈল্পিক পদ্য।
সে পদ্যের ভাষা তোমরা ধরতে পারনি বলে,
তোমাদের কাছেও আমি কবি হতে পারিনি!
মনে হলো আমি জন্মেছি আমার জন্মের অনন্ত কাল আগে,
আমার পাঠকরা এখনো মায়ের গর্ভে শুধু আমার জন্য যুদ্ধ করে-
স্বাগতম হে আমার আগামি পাঠক,অভিনন্দন এ কাব্য আসরে,
কাব্যের অনন্ত বিষ্ময় রেখে গেলাম তোমাদের তরে!
25/02/2015
11:58 pm
d.m
বিঃ দ্র ঃ কবিতাটি আমাকে নিয়ে নয়।