অবশেষে স্বপ্নের স্বর্ণলতা দেখা দিল মনের নিকুঞ্জে।
প্যাঁচিয়ে প্যাঁচিয়ে শরীর জড়িয়ে ধরল আমায় সর্বাঙ্গে।
লক্ষ কোটি যুবতীর হৃদয় চিরে,
বের করে আনলাম আমার স্বপ্নের নায়িকা!
সেও যেন লাখো যুবকের ভীড়ে খুজছিল আমায়,
দু'জন দুজনের জন্য বুঝি ছিলাম জনম জনম অপেক্ষায়।
অতি নিকটে থেকেও যাকে খুঁজেছি আমি সারা বিশ্বজুড়ে,
অনন্ত নক্ষত্রবীথি পানে চেয়ে রয়েছি যার আশায়,
ভাবিনি সে দেখা দিবে এতপরে আমার মনের জানালায়।
আমার সে স্বর্ণলতা বুঝি আজ আমারই নতুন আবিষ্কার-
তাইতো চোখে-মুখে আজ ভীষণ মুগ্ধতা আমার।
যাকে এতদিন এঁকেছি শিল্পিত মনের ক্যানভাসে,
তাকেই খুজে পেলাম আজ অপরূপ রূপে এই বাস্তবে।
24/02/2015
10:50 pm
d.m.