ভোরের স্নিগ্ধতায় তোমাকে চাই-ভেঙে দাও অলস ঘুম পরম মমতায়।
অনেক ব্যস্ততায়,অফিসের তাড়া দেখে অস্থিরতায় তোমার ভালোবাসার ছটফট দেখতে চাই।
দেখতে চাই তুমি ছারছনা আমাকে,হচ্ছে যেতে দেরি অফিস অভিমুখে।
দেখতে চাই ঘরে বসে নানা কাজে,ভুল কর আমায় ভেবে;
মনে শুধু মেঘ জমে কখন আসিবে ফিরে?
দেখতে চাই বিকেলে সকল কর্ম শেষে,একটি কাজই তোমার রয়েছে অবশেষে-
দীর্ঘ প্রতীক্ষায় পথপানে চেয়ে থাকা,ভক্তের মতই মুগ্ধ ভালোবাসা।
দেখতে চাই তোমার ভীষণ অনুভব-
অফিস-ফেরত আমার সন্ধ্যার আলিঙ্গন মাখা দীর্ঘ চুম্বন।
এরপর ফ্রেশ হওয়া,তোমারই আদুরে হাতে অমৃত নাস্তা খাওয়া,
গল্প-আড্ডায় হেসে  কুটি কুটি হওয়া,
একসাথে বসে বসে টেলিভিশন গুলোর সান্ধ্য আয়োজন দেখা।
নিশিতে নাগবীন বাজিয়ে তোমায় নাগিনী বানাতে চাই,
ডমরুর তালে তালে জাগাতে চাই ভীষণ আবেদন-
চলুক না রাত্রি জুড়ে তোমার-আমার সংকীর্তন।
তোমাকে দেখতে চাই সদাই এমন-ষড় ঋতুতে প্রকৃতি সাজে যেমন।
গ্রীষ্মে চাই তুমি পেকে হও মোহময়ী,বর্ষায় ভাসিয়ে দাও রূপের যৌবন।
শরতের শুভ্রতা সদা ছুঁয়ে থাকুক তোমার মন ও মানসিকতা,
কেড়ে নিয়ে যাক যত মানবিক কুটিলতা।
হেমন্তে হও তুমি সোনাঝরা ফসলের মোহময় সোনালী হাসি।
শীতে চাই শুষে নাও আমার সব উষ্ণতা,
থর থর কেঁপে আমি পেতে চাই তোমার কাতর ভালোবাসা।
বসন্তে চাই সেজে থাক পেখম ছড়ানো কৃষ্ণচূড়ার মত-
তোমার ষড়রূপ দেখে যেন হতে পারি চিরকাল অভিভূত।

22/02/2015
9:10 pm
d.m.