এই পাড়ে আমি আর ঐ পাড়ে তুমি মাঝখানে দেখ ঐ নদী বয়ে যায়...............
জীবনটা বুঝি আজ এই বিখ্যাত গানের মত শুধু বাস্তব হয়ে যায়!
তুমি-আমি যেন নদীর দুটি পাড়,শুধু যাই দুরে সরে সরে!
এপাড়ের জনতা যেতে পারে ওপাড়ে,তাদের মিলন হয় একে-অপরে;
তথাপি না মিলন ঘটে এই হতভাগা দুপাড়ের!
কত মিল দুজনার তবু ঐ করাত-নদী কেটে যায় বারেবার!
হে প্রচণ্ড প্রতাপশালী তাপরাজ দীনমনি,নেমে এস ধরাতে;
তোমার তীব্র শোষনে নিঃশেষ কর এ বেজন্মা নদী,
মুক্ত কর আমাদের তার ভয়াল থাবা বসানো অভিশাপ থেকে।
দ্বিখণ্ডিত মানবের যেমন জোড়া হয়না,
তেমনি এ নদী শুকিয়ে গেলেও কি কভু আমাদের পুনঃ জোড়া হবে?
শত্রু-নদী শুধু কাটেনি আমাদের,অনেক খানি ক্ষত করেছে সম্পর্কের-
তাই তারপরও ঢালতে হবে ভালোবাসার অনন্ত গুড়ো বালিমাটি,
বাড়াতে হবে দু'জনার প্রসারিত দু'টি হাত-
বহু কাঙ্ক্ষিত মিলনের তরে জনম-জনম বসে আছি দুজনই।