তোমাকে চাই আমি চির চেনা রূপে,
আমারই অন্তরের অন্তঃস্থলে।
তোমার থেকে চাই পিতার সনির্ভর স্নেহ-ছায়া,
মমতাময়ী মায়ের মতই একটুখানি মায়া।
চাই বন্ধুর সহচর্য আর প্রেমিকের ভালোবাসা,
মানে-অভিমানে চাই,
কৌঁসুলি হাতের মিষ্টি কোমলতা মাখা জাদুর ছোঁয়া।
আমার নেই কোন আকাশকুসুম কল্পনা!
এনে দিতে হবেনা সাত রাজার ধন,নামী-দামী গহণা;
তোমার প্রিয় ভালোবাসার সহিত গাছের পত্র-পুষ্পেই চলবে-
তোমারই সাধ্যের মধ্যেই থাকুক সদা আমার সীমানা।
দিতে চাই তোমাকেও সম সহযোগিতা আর উদ্যমী প্রেরণা,
নিতে চায় তীব্রভাবে চুষে,
বুকের অজ্ঞাত স্থানে জমে থাকা যত অব্যক্ত ব্যথা-বেদনা।


12/02/2015
12:18 pm
gcc