তুমি আছ আমার সকল সত্তা জুড়ে,
রাগে-অনুরাগে ভালোবাসার অটুট বন্ধনে।
অকাল বৈশাখে তুমি উড়ে আসা ছাতা,
তপ্ত মরুতে তুমিই পথ চলার আশা-ভরসা।
আমাতেই তুমি আছ বিশাল মহীরূহ হয়ে,
বেঁচে আছি তব বিস্তৃত শাখা-প্রশাখা ধরে।
কপালে যখন এঁকে দাও প্রশান্তির চুমো,
উদ্বেল অনুপ্রেরণায় নিউরণে অনুরণনণ জাগে শতো।
রণে, বনে,জলে,জঙ্গলে সর্বদাই তোমার ছায়া আমার আগে চলে।
নিঃসঙ্গ রাতে তুমিই আমার সঙ্গী সদা টেলিফোনের অপর প্রান্তে।
আমার চোখের তারায় তুমি-
ঘোর অন্ধকারেও পূর্ণিমার চন্দ্র হয়ে দাও আলো।
শয়নে, স্মরণে, স্বপনে সদাই তোমায় বাসি ভালো।
যখনই ঠেকে যাই, পড়ি বিশাল দুর্ভাবনায়,মিস করি খুব তোমায়;
এবং তোমারই দেখানো পথে নিশ্চিন্তে হেঁটে যাই।
-এই হলো বাবা, যার অভাব পৃথিবীতে কোন কালেই ফুরায় না,
বেঁচে থাকলে চিরকালই একসাথে যায় পথ চলা,
আর গত হলেই লাগে ভীষণ একা,যায়না কভু ভোলা।
11/02/2015
12:30 pm
gcc