বিশ্ব ভালোবাসা দিবস।
ভালোবাসার পূর্ণচন্দ্র গিলে খাবে আজ,
প্রেম পিয়াসী কপোত -কপোতীরা।
গ্রামে, গঞ্জে, শহরে,পাড়া, মহল্লায়,পার্ক কিংবা রেস্টুরেন্টে,
আজ জমে যাবে ভালোবাসা দেয়া নেয়ার উৎসব।
গত বৎসর এমনই দিনে জীবনে এসেছিল অনাকাঙ্ক্ষিত প্রেম,
জীবন -যৌবনকে কলঙ্কিত করে চলে গেল অকালে।
আজ ঠিক এমন দিনেই আসল এক অনাকাঙ্ক্ষিত বন্ধুত্ব।
ঠিক বুঝে উঠতে পারছিনা,প্রেম থেকে এর কত দূরত্ব?
ভালোবাসা দিবস যেমন 'সেন্ট ভ্যালেনটাইনস ডে' এর অপব্যবহার,
তেমনি এ দিবসে আসা ভালোবসা গুলোরও হতে পারে নানা বিকার।
তাই সবার জন্য একটাই উপদেশ-
ভালোবাসার বদ হজম আছে কিন্তু বেশ!
এদিন ভালোবাসা কেউ খুব বেশি পরিমানে খেওনা,
অন্যকে ভালোবাসতে গিয়ে-
কেউ যেন নিজেকে ভালোবাসার ক্ষমতাটুকু হারিয়ে ফেলোনা।