07/02/2015
9:40 pm
d.m
আমার ভায়ের রক্তে
রাঙানো মহান একুশে
কোন্ হায়না আবার
পোড়ায়ে পোড়ায়ে মানুষ
রক্ত কাবাব চোষে
একি পুরনো আক্রোশে
বীর বাঙালি ফের জেগে ওঠো টুটাও কলঙ্ক
তোমার ঘরেই বসত করে নিত্য তোমার দুঃখ
তুমি আছ ঠিকই ঘুমে তোমার সন্তান দাহনে
তোমার অজ্ঞাতে তোমার ছেলেই কিগো মানুষ মারণে
পেট্রোলে আগুন জ্বেলে লঞ্চ বাস ট্রাক ট্রেনে
বায়ান্নর একুশে যেই রক্ত ঢেলেছি মোরা সদর্পে
সেই রক্ত একদা এনেছে গৌরব মহা হিল্লোলে
আজ ঐরক্ত পুড়ে কালো হচ্ছে কোন্ সম্পাতে
তবেকি পশ্চিমা জঙ্গীর দল নেমেছে দেশ জুড়ে
তবেকি আর নর্মাল মৃত্যুর গ্যারান্টি পাবনা ঘরে
আর কত কাল এদেশ বামন হয়ে রইবে
বড় হতে পারবে নাকো বংশীয় শাসন প্যাঁচে
রাজায় রাজায় যুদ্ধ হবে নিরীহ প্রজা জবাই
দেখতে চাইনা কুনেতা আর সবাই মস্ত কষাই
কবে এবৃত্ত ভাঙবে নেতা আসবে যোগ্য মেধায়