লোকালয়ে থেকেও মনে হয় যেন আছি জঙ্গলে।
মানুষের ভাষা মানুষের চেয়েও পশুরাই বুঝি ভাল বুঝে!
চারিদিকে দেখি মানুষগুলো সব হিংস্র জানোয়ার হয়ে যাচ্ছে,
আর জানোয়ারগুলো ধীরে ধীরে শান্ত।
মানুষের চেয়ে বুঝি জন্তুর সাথে বসবাস আজ শ্রেয়।
মানুষ আজ পশুপাখির মতই করে-
বিভৎস অসহায় আর্তনাদ- চিৎকার-চেঁচামেচি!
পশু-পাখি দেখে কষ্ট পায়,
দলে-দলে জড়ো হয়ে জানায় শান্তির মিনতি।
মানুষের হিংস্রতা দুঃস্বপ্নে ভাঙে রাতের ঘুম,
সশব্দ চড়ে ভাঙে নিশির নির্জনতা।
কুকুরের কর্কষ ঘেউ ঘেউ আজ,
ব্যথিত জনে জনে দেয় করুণ সান্ত্বনা।
কেঁচো আজ গর্ত খোড়েনা,সর্প দেয়না ছোবল,
হায়না আজ রক্ত চোষেনা,শেয়াল ডাকেনা হুক্কাহুয়া।
এসবই আজ মানুষের স্বভাব-জঙ্গলই তার শোভা।
পোশাক আজি ঢাকিতে ব্যর্থ মানুষের নির্লজ্জতা,
বারে বারে তা বেরিয়ে এসে দেখায় হিংস্র নগ্নতা।
এসব দেখে পশু-পাখি সব মুচকি হেসে জানায়-
ছিঃ,ছিঃ,ছিঃ ধিক্কারি তোমাদের এ উন্নত সভ্যতা!


11/02/2015
1:00 am
d.m