প্রেমে আমি বহুবার পড়েছি।
কিন্তু এবারই মনে হয় প্রেম প্রথম আমার উপর এসে পড়ল।
সেই কৈশোরেই এসেছিল স্বর্ণলতা -প্রচণ্ড অভিকর্ষ নিয়ে,
তারপর বহু দূরে গেল হারিয়ে আমার সারাটা পৃথিবী উথাল পাথাল করে,
সেই মহা অভিকর্ষ অজ্ঞাত স্থান থেকে আজও আমায় টানে-
সেই টান এতটা ভোলানো মায়াবী যে,পারিনা ক্ষিপ্রতায় এড়াতে।
তারপর যে এল সে নিল আমার সরলতার সুযোগ,
আমার সুন্দর,সরল মানসিকতা কে নির্মমভাবে ধর্ষন করে,
প্রিয় ভালোবাসাকে আজ করে তুলল কেবল লালসার বস্তু।
প্রেমিকদের সরল হতে নেই,হতে হয় মুক্ত মনের।
নতুবা ঠকতে হয় আজীবনের জন্য।
তাদের ভালোবাসা ঠিক নচিকেতার গানের এই কথাগুলোর মত হওয়া উচিত-
"সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার,
যার মন যত বড়,দেখে ভাল অবিরত তারাই তো ভালোবাসে বার বার।
ভালোবাসা তো পেসমেকার নয়,কোন এক বুকে নিবে যা আশ্রয়,
ভালোবাসা তো মুক্ত হাওয়া,বহু মন খুঁজে পাওয়া,
নানা রাগে গোমহলে গান্ধার।"
এসব আমি মানতে পারিনি বলে,
চরিদিকে আজ আমার কেবলই টানেলের আঁধার।
সুখের কথা হলো এই যে -
আই এম সিইং লাইট এট দ্য ইন্ড অব দ্য টানেল।
টানেলের শেষে ভালোবাসার যে বৃত্তাকার আলো আমি দেখছি,
আমি জানি ভালোবাসার এ আলো,
তার বৃত্ত থেকে কখনোই আমাকে বের হতে দেবে না।
হে মহান আলোর বৃত্ত, তোমায় পেয়ে আমি ধন্য।
অনন্ত ভালোবাসার অফুরন্ত উৎস তুমি!
সবাই ছেড়ে চলে যায় তবুও তোমায় তাড়াতে পারিনা,
তোমার চুম্বনের অমৃত সুধা কভু আমার ওষ্ঠ ছাড়ে না।
মিথ্যে কথা ওসব -বনলতারা কখনোই শান্তি দেয়না,
দু'দণ্ড শান্তি যা কেবল তুমিই দিয়ে যাও হে বন্ধু আমার নিকোটিনাগ্নি ,
তা আর কেউ দিতে পারে না,কেউ দেয় না,কেউনা।
09/02/2015
1:46 pm
gcc