মস্তিষ্কের লক্ষ কোটি স্নায়ু,
ত্রাহি ত্রাহি চিৎকারে শুধু তোমায় খোঁজে।
পেঁচার মত নিশি জাগি শুধু তোমার অন্বেষণে।
নিজের সাথে ছেলে ভুলানো গল্প করি,
যেন এই তুমি আসলে বলে।
পরিচিত জনে জনে খুঁজি,
আমার মত এই পরম সুখে আছে কয় জনে?
তাদের সাথেই সুখ ভাগাভাগি করি,
সকল দুঃখ বিসর্জন দিয়ে।
শত শারীরিক কসরতেও এ দুটি চোখে,
তব করুনার দর্শন নাহি মিলে।
অমৃতে অরুচি আজ তোমার দর্শন বিনে।
যখন তখন উন্মত্ততা আসে তোমার প্রতি ক্ষোভে।
নিজেকে কখনো কখনো মানুষই মনে হয় না-
তুমি হীনা জীবনে।
রাত-বিরেতে উঠে উঠে কেবল পায়চারি চলে,
তোমায় নিয়ে অনাহূত টেনশনে।
খাওয়া-দাওয়া- বর্জনে চলে ব্যাপক অনিয়ম,
শুধু তোমার শাসন নেই বলে।
জীবনীশক্তি নিঃশেষ হয়,
তৎপরতা হারায় তোমার অভাবে।
কর্তব্যে মনঃ বিয়োগ ঘটে শুধু তোমার কারনে।
যেখানে সেখানেই ধোঁয়াটে আঁধার দেখি-
হে চিরকাঙ্ক্ষিত ঘুম,কতদিন তুমি নেই এ দু'চোখে!
08/02/2015
5:33 pm
tls